নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :- ‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’ প্রতিপাদ্যকে সমানে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে জাতীয় ভোটার দিবস পালন করা হয় । সোমবার সকালে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলার পরিষদ চত্তর থেকে দিবসটি উপলক্ষে বণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ।পরে উপজেলা নির্বাচন অফিসার মোঃ আতাউল হকের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার। এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, থানার তদন্ত (ওসি) মোঃ সামছুল আলম, উপজেলা প্রকৌশলী মোঃ মুনছুর আলী , ইউপি চেয়াম্যান মোঃ সায়েম সবুজ, মোঃ মনোয়ার হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।