ঢাকাশনিবার , ৭ মার্চ ২০২০
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

বিরল উপজেলা ছাত্র কল্যাণ সমিতি ঢাকা’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

মোফাচ্ছিলুল মাজেদ
মার্চ ৭, ২০২০ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বিরল (দিনাজপুর) ॥
বিরল উপজেলা ছাত্র কল্যাণ সমিতি ঢাকা’র বার্ষিক বনভোজন-২০২০ অনুষ্ঠিত হয়েছে। বনভোজনে ঢাকায় অবস্থানরত শিক্ষার্থীবৃন্দসহ অভিভাবক, শিক্ষক ও বিভিন্নক্ষেত্রে কর্মরত বিরল উপজেলার কৃতি সন্তানেরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী বনভোজন অনুষ্ঠানে বিভিন্ন প্রকার ক্রীড়া অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা, শুভেচ্ছা বক্তব্য প্রদান, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও আকর্ষণীয় রাফেল ড্র অনুষ্ঠিত হয়।
৬ মার্চ শুক্রবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ জিন্দাপার্কে বনভোজনে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও সমিতির অন্যতম উপদেষ্টা মেজবাহুল ইসলাম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও সমিতির অন্যতম উপদেষ্টা নূরুল ইসলাম, সমিতির অন্যতম উপদেষ্টা ও ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের অধ্যাপক ডাঃ লিয়াকত আলী, সমিতির অন্যতম উপদেষ্টা ও বাংলা ফোনের উপদেষ্টা প্রকৌশলী জামিল হোসেন, অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব অধ্যাপক তৌহিদা ফারুকী, সমিতির অন্যথম উপদেষ্টা ও এনা গ্রæপের নির্বাহী পরিচালক মমিনুল ইসলাম সংগ্রাম, সমিতির পেশাজীবী সদস্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর স্টেট অফিসার (সিনিয়র সহকারী সচিব) মনিরুজ্জামান মনির, দিনাজপুর জেলা সমিতি ঢাকা’র সভাপতি ও লুসাকা গ্রুপের চেয়ারম্যান হাফিজ উদ্দিন সরকার, সমিতির পেশাজীবী সদস্য সহকারী পুলিশ সুপার জাহিদ, সমিতির পেশাজীবী সদস্য ও বিরল উপজেলা পরিষদ এর সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, সমিতির পেশাজীবী সদস্য কষিবিদ ড. আব্দুল মালেক বাদশা, সমিতির পেশাজীবী সদস্য ব্যবসায়ী আনছার আলী, সমিতির সাবেক সভাপতি ও সিনিয়র সদস্য আনোয়ারুল কাদির, সমিতির সাবেক সভাপতি ও সিনিয়র সদস্য মমতাজুর রহমান মিন্টু, সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী’র ব্যক্তিগত সহকারী দীপক চন্দ্র শীল, সিনিয়র সদস্য এ্যাড আব্দুল আজিজ, সমিতির সাবেক সভাপতি ও সিনিয়র সদস্য মাকসুদ আলী, সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সদস্য রেজওয়ানুর রহমান রুবেল, সমিতির বর্তমান সভাপতি মউসুম কবির রাব্বি, সাধারণ সম্পাদক এ এস এম আজহারুল ইসলাম প্রমূখ।
শেষে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারা শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও রাফেল ড্র অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।