দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর ৬ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক এমপি তাঁর নির্বাচনী এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে সরঞ্জাম ক্রয়ের জন্য ১০লাখ টাকা প্রদান করেন।
তার নির্বাচনী এলাকা নবাবগঞ্জ,বিরামপুর ঘোড়াঘাট ও হাকিমপুরে করোনা ভাইরাস সংক্রামন মোকাবেলায় চিকিৎসকদের সেফ ড্রেস (পিপিই) জীবাণু নাশাক স্পে, জরুরী ঔষুধপত্র ক্রয়ের জন্য ১০লাখ টাকা প্রদান করা হয়েছে, মঙ্গলবার বিকাল ৩ টায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে জরুরী সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন ।
তিনি আরও বলেন করোনা ভাইরাস প্রতিরোধে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহব্বান জানান ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার উপজেলা স্বাস্থ্য (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ শাহাজন আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোঃ পারুল বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আল-মানুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেফাউল আজম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অশোক কুমার চৌহানসহ ৯ ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন ।