দিনাজপুর বার্তা২৪.কম ॥ করোনা ভাইরাস পরিস্থিতিতে দিনাজপুর প্রেস ক্লাবেব সংবাদিকের পেশাগত দায়িত্ব পালনের লক্ষে সাংবাদিক এবং ক্যামেরাম্যানদের মাঝে মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার প্রদান করছেন প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসি বাচ্চু ও সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল।
আজ সকালে প্রেস ক্লাবের কনফারেন্স রুমে অর্ধশতাধিক সাংবাদিক ও ক্যামেরাম্যানকে মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার দেওয়া হয়। করোনা পরিস্থিতিতে বিভিন্ন স্থানে সাংবাদিক ও ক্যামেরাম্যানরা স্বাস্থ্য ঝুকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করে আসছে। এই অবস্থায় সাংবাদিকদের সুরক্ষার জন্য মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার , গ্লাভস প্রয়োজন। এ অবস্থায় সুরক্ষার জন্য সাংবাদিকদের এই মাস্ক ও হ্যান্ডস স্যানিটাইজার দেন হুইপ ইকবালুর রহিম এমপি এবং বিশিষ্ট শিল্পপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।