দিনাজপুর বার্তা২৪.কম :- প্রাণঘাতি করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় দিনাজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন (বিপিএম, পিপিএম, বার) এর নির্দেশনায় দিনাজপুর জেলা পুলিশের ইমার্জেন্সী রেসপন্স টিম গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ২৬শে মার্চ ইমার্জেন্সি রেসপন্স টিমের জন্য এ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় ইকুইপমেন্ট প্রদান করেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন (বিপিএম, পিপিএম, বার)
একই সাথে তিনি নিজেই টিমের সদস্যদের এ বিষয়ে হাতে কলমে প্রশিক্ষন প্রদান করেন।
পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, জেলায় করোনা পরিস্থিতি মনিটরিং করবে এই ইমার্জেন্সী রেসপেন্স টিম। সেই সাথে করোনা পরিস্থিতি মোকাবেলায় দিনাজপুর জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ। এছাড়াও করোনা ভাইরাস প্রতিরোধে দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন শহরের বিভিন্ন স্থানে ইজিবাইক যোগে মাইকিং ও লিফলেট বিতরণ করে।