মোঃ শাহিনুর আলম, বিরামপুর (দিনাজপুর):
দিনাজপুরের বিরামপুর পৌর শহরে ২২ টাকার হেক্সিসল ১৫০ টাকায় বিক্রয় করার অভিযোগে “বিরামপুর মেডিসিন কর্নার” নামে এক ওষুধ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকাল সাড়ে ৫টায় বিরামপুর পৌর শহরের দোয়েল মোড় নামক স্থানে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুর রহমান এই জরিমানা করেছেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুর রহমান বলেন, করোনাভাইরাস আতঙ্কে সাধারণ মানুষ যখন হেক্সিসল ব্যবহার শুরু করে সেই সুযোগে পৌর শহরের “বিরামপুর মেডিসিন কর্নার ” নামে এক ওষুধ ব্যবসায়ী প্রতিষ্ঠানে হেক্সিসল বেশি দামে বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে ব্যবসা প্রতিষ্ঠানটিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার রাজুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি শাহিনুর আলম, এস আই সিদ্দিক প্রমুখ ।