ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: আপদকালিন সময়ে গরীব, অসহায় মানুসের জন্য দিনাজপুর- আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক ২ লক্ষ টাকা অনুদান দিয়েছেন। আরও অনুদান দেয়ার আশ্বাস দিয়েছেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদা খানম বলেছেন, মানুষ মানুষের জন্য এই আপদকালিন সময়ে গরীব অসহায়, দিন মজুর ও খেটে খাওয়া মানুষের যাতে কষ্টে পড়তে না হয়, সে জন্য সরকার থেকে জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে বরাদ্দ দেয়া হয়েছে। এমপি মহোদয় ইতোমধ্যে ওষুধ ও পার্সসোনাল প্যাসেন্ট ইকুইপমেনট পিপিই ক্রয়ের জন্য ২ লক্ষ টাকা অনুদান দিয়েছেন। আরও পিপিই কেনার জন্য বলা হয়েছে। মানুষের জন্য টাকা আরও লাগলে দেবেন বলে তিনি বলেছেন। স্থানীয়ভাবে উপজেলা পরিষদ থেকেও টাকা উত্তোলন করা হচ্ছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুর রাফে খন্দকার শাহাসা ব্যক্তিভাবে সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছেন। ইউপি চেয়ারম্যানরাও পাশে আছেন। পুলিশ,আনসার,গ্রাম পুলিশ ও স্বাস্থ্য বিভাগ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। পৌরসভা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীরাও প্রস্তুত। এ ছাড়াও নিজ উদ্যোগে ব্যবসায়ীরা চাল, ডাল,আটা,আলু,তেল,জীবানুনাশক সাবান ও নগদ টাকা পাঠিয়েছেন। স্থানীয় আওয়ামী লীগ তাদের সেচ্ছাসেবকদের তালিকা দিয়েছে। সেই সাথে স্কাউট,রোভার ও গার্লস গাইড প্রস্তুত রয়েছে। অন্যান্য সামাজিক সেচ্ছাসেবক সংগঠণও তাদের সেবা দেয়ার ইচ্ছে প্রকাশ করেছে।