![](https://i0.wp.com/dinajpurbarta24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png?ssl=1)
স্টাফ রিপোর্টার ॥
করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে দিনাজপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও বিভিন্ন দপ্তরে জীবানুনাশক স্প্রে কার্যক্রম করছে তরুণেরা।
৩০ মার্চ ২০২০ সোমবার সকালে দিনাজপুর কোতয়ালী থানা কার্যালয়ে স্প্রে কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার ও কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. মোজাফ্ফর হোসেন।
এরপর দিনাজপুর তরুণ সমাজের হাজী আখতারুজ্জামান পলাশের নেতৃত্বে একটি দল এ সকল কার্যক্রম পরিচালনা করছে। তারা দিনাজপুর শহরের উপশহর বাজারসহ বিভিন্ন এলাকা, নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকার রাস্তাসহ প্রত্যেক দোকান ঘরে স্প্রে কার্যক্রম পরিচালনা করে। এসময় স্থানীয় দৈনিক দিনবদলের সংবাদের প্রকাশক ও সম্পাদক মো. রেজাউল করিম, রাফু সফট এর স্বত্বাধিকারী রাফায়েত হোসেন রাফু, সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক আহসানুজ্জামান চঞ্চল স্প্রে কার্যক্রমে অংশ নেন।
পর্যায়ক্রমে তরুণ সমাজের দলটি শহরের বিভিন্ন সড়ক, বাজারসহ দপ্তরগুলোয় জীবানু নাশক স্প্রে কার্যক্রম পরিচালনা করে।