ঢাকামঙ্গলবার , ৩১ মার্চ ২০২০
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে পৌর মেয়রের ত্রাণ বিতরণ

মোফাচ্ছিলুল মাজেদ
মার্চ ৩১, ২০২০ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ শাহিনুর আলম, বিরামপুর (দিনাজপুর):
করোনা ভাইরাসের প্রকোপে সারাদেশ জুড়ে বিরাজ করছে জরুরী অবস্থা। শ্রমজীবী মানুষেরা হয়ে পড়েছে দিশেহারা। ইতিমধ্যেই অনেক গরীব-দুঃস্থ্য ও দরীদ্র পরিবারের মাঝে দেখা দিয়েছে খাদ্য সংকট। এমনই সংকটময় মুহুর্তে এসব খেঁটে খাওয়া গরীব শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ালেন দিনাজপুরের বিরামপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ লিয়াকত আলী সরকার টুটুল। পৌর এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে তিনি নিজ হাতে এসব খাদ্র সামগ্রী পৌছে দিচ্ছেন তাদের মাঝে। যার মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ৫ কেজি আলু এবং লবণ। পৌরসভার ১নং ওয়ার্ডের চরকাই গ্রামে ত্রাণ সামগ্রী বিতরণের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু করেন তিনি।
মেয়র লিয়াকত আলী জানান, বর্তমানে দেশের এই করুণ পরিস্থিতিতে সাধারণ শ্রমজীবী মানুষেরা যাতে না খেয়ে না থাকেন সেজন্য দিনাজপুর-৬ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ শিবলী সাদিকের দিক নির্দেশনায় পৌর এলাকার ৯টি ওয়ার্ডের সাত হাজার মানুষের মধ্যে ধারাবাহিকভাবে এসব ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে। এছাড়াও জনসাধারণের যেকোন ধরনের সমস্যা ও সহযোগীতায় তাদের পাশে থাকারও আশ্বাস দেন পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।