স্টাফ রিপোর্টার ॥ কোভিড-১৯ যা করোনা ভাইরাস নামে পরিচিত।করোনা ভাইরাসের কারনে বিশ্ব আজ এক মারাত্মক সংকটের মুখোমুখি দাঁড়িয়ে। বিপন্ন হয়ে পড়েছে আজ অজস্র মানুষের জীবন।করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মানুষ বাধ্য হচ্ছে লকডাউন এ যেতে।রোগ প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ তো দূরের কথা এক দিনের কাজ ছাড়া যাদের অন্ন জোটে না এমন আসহায় দুঃস্থ ও দিনমজুরদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নে করনা ভাইরাসের সার্বিক পরিস্থিতিতে আসহায় দুঃস্থ ও দিনমজুরদের মাঝে দিনাজপুর সদর-৩ আসনের মাটি ও মানুষের নেতা জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব ইকবালুর রহিম এমপি মোহদয়ের নির্দেশে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আকবর আলী, এ এস এম জাকারিয়া সেক্রেটারি ৬নং আউলিয়া পুর ইউনিয়ন আওয়ামীলীগ, ও মোঃ রবিউল ইসলাম সোহাগ,সেক্রেটারি বাংলাদেশ চেরাডাঙ্গী মেলা ও ভাইস চেয়ারম্যান দিনাজপুর এস এস ফুড বেভারেজ কোম্পানি প্রা লিঃ আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়াডের সভাপতি মো আব্দুল মতালেব ও সেক্রেটারি মো মহসীন আলী, দিনাজপুর সদর উপজেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃমিসবাহুর রহমান মিম সহ অন্যান্যরা।