ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২০
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

কাহারোল উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ৬টি ইউনিয়নে ত্রান বিতরণ

মোফাচ্ছিলুল মাজেদ
এপ্রিল ৭, ২০২০ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ – দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার রোধে সাধারণ ছুটিতে কর্মহীন সাধারণ মানুষের জন্য দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ নিয়ে কেউ আত্মীয়করণ করলে কাউকে ছাড় দেয়া হবে না। সাধারণ খেটে খাওয়া একজন মানুষও যেন অনাহারে না থাকে সেদিকে তৃণমুল পর্যায় থেকে তাদের খোজ খবর রাখতে হবে। এক কথায় প্রতিটি অসহায় মানুষের পাশে আওয়ামীলীগ নেতৃবৃন্দকে অবস্থান নিতে হবে।

কাহারোল উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ৭ এপ্রিল ২০২০ মঙ্গলবার বিকেলে কাহারোল উপজেলায় কর্মহীন সাধারণ মানুষের মাঝে চাল, ডাল, তেল, আলু, সাবানসহ খাদ্য সামগ্রী বিতরণকালে এমপি মনোরঞ্জন শীল গোপাল এসব কথা বলেন। উপজেলায় ৬টি ইউনিয়নে ১২ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, সাবানসহ খাদ্য সামগ্রী বিতরনের জন্য ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদকের হাতে তুলে দেন এমপি গোপাল। এসময় উপস্থিত ছিলেন কাহারোল থানার ওসি মনোজ কুমার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, সাধারন সম্পাদক মো. হাফিজুল ইসলাম চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।