নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে মোঃ ইকরামুল হক । কোভিড ১৯ সংক্রমণ ঝুঁকি এড়াতে সামাজিক দুরত্ব মানা অপরিহার্য। কিন্তু দিনাজপুরের নবাবগঞ্জে সরকারি নির্দেশনা উপেক্ষা করে ঘর থেকে বেরিয়ে আসছে সাধারণ মানুষ। বার বার সতর্ক করা হলেও তা মানছেন না অনেকেই। ফলে প্রতিদিনই বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে মানুষের উপস্থিতি। তবে মানুষকে ঘরমুখী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার ।
সোমবার সকালে উপজেলা সদর ও দাউদপুর বাজারে সামাজিক দুরত্ব ফেরাতে সচেতনতার পাশাপাশি ভ্রম্যমান অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নিবার্হী অফিসার মোছাঃ নাজমুন নাহার । এসময় দোকান খোলা রাখা ও এক মাটরসাইকেলে তিনজন চলাচল করার অপরাধে ২৪ জনের নিকট ৪১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিভিন্ন অভিযান চলা কালে উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে সার্বক্ষনিক সঙ্গ দিচ্ছেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম ।