ঢাকাসোমবার , ৪ মে ২০২০
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

হায়রে মানুষ এক মা সন্তান কে কোল থেকে ফেলে দেয়, আর এক মা কোলে তুলে নেয় I

মোফাচ্ছিলুল মাজেদ
মে ৪, ২০২০ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে মোঃ ইকরামুল হক >দুনিয়াতে সন্তানের আপন ও মহাদরদী মা এর কোন বিকল্প নেই। সেই মায়ের নিকট যদি সন্তান নিরাপদে থাকতে না পারে তাহলে অবুঝ সন্তান যাবে কোথায় এ কথার জবাব দেবে কে । গত রোববার নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের লাটিদাম গ্রামে সার্জারি তুলা দিয়ে মোড়ানো নবজাতক শিশু কে ধান ক্ষেতে ফেলে দেয় । পরে কুড়ে পাওয়া শিশুটির দেখভাল করার দায়িত্ব ভার গ্রহণ করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ নাজমুন নাহার বলে তথ‍্যটি জানান ডাঃ সাহাজান আলী। সন্তানটি কোলে মা হিসাবে তুলে নেন উপজেলা নির্বাহী অফিসার । এবং আপন সন্তানের মতোই শিশুটিকে কোলে নিয়ে হাসপাতালে ডাক্তারের কাছে ছুটা-ছুটি করতে থাকেন , রাতে শিশুটির শারিরিক অবস্হার অবনতি হলে দিমেক হাসপাতালে রিফার্ড করে চিকিৎসক। সেখানে ই শিশুটির মৃত্যু হয়েছে। পরদিন উপজেলা পরিষদ ঈদগাহ মাঠে জানাজা শেষে স্হানীয় কবরস্থানে দাফন করা হয়েছে বলে নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান জানান। মানুষ মানুষের জন্য এর দৃষ্টান্ত হয়ে থাকলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার , তিনি শত চেষ্টা ও মাতৃস্নেহ দিয়েও শিশুটির শেষ রক্ষা করতে পারলেন না ।এঘটনায় উপজেলা নির্বাহী অফিসার অত্র উপজেলার প্রত্যেকটি মানুষের হৃদয়ে মাতৃস্নেহের আল্পনা এঁকেঁছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।