নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে মোঃ ইকরামুল হক > দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের এক যুবকের শরীরে করোনা (কেভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট ৪ জন করোনা রোগী শনাক্ত হলো।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ শাহজাহান আলী জানান- ঐ যুবক কয়েক দিন আগে ঢাকার মাহাম্মাদপুর এলাকা থেকে জ্বর নিয়ে বাড়িতে আসে। পরে তার পরিবার থেকে অসুস্থ্যাতার কথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসককে জানানো হয় । গত শনিবার(৩রা মে) স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করে এম , আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য প্রেরন করে। মঙ্গলবার সন্ধ্যায় তার পরীক্ষার ফলাফল পজেটিভ পাওয়া যায়।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার বলেন ঐ যুবকের বাড়িটি লকডাউন করা হয়েছে ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।