
বিরল (দিনাজপুর) প্রতিনিধিঃ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ মহোদয়ের মানবিক সহায়তা কার্যক্রমের আলোকে পরিচালক ১১ বিএমও জেলা কমান্ডেন্ট (অতিঃ) দিনাজপুর মোঃ আব্দুল মজিদ মহোদয়ের তত্তাবধায়নে বিরল উপজেলার ৩০০ জন ভিডিপি সদস্য/সদস্যাদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
রবিবার সকাল ১১ টায় বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জিনাত রহমান। সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপি অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সোহেল রানা। অন্যান্যদের মধ্যে উপজেলা প্রশিক্ষিকা সেলিনা পারভীন, প্রেস ক্লাব সভাপতি এম এ কুদ্দুস সরকারসহ ইউনিয়ন দলনেতা-দলনেত্রী ও আনসার কমান্ডারগণ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি মহতী এ উদ্যোগ গ্রহণের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উপকরণ হিসাবে প্রত্যেককে চাল- ০৫ কেজি, আলু- ০২ কেজি, ডাল- ০১ কেজি, তেল- ০১ লিটার, পেঁয়াজ- ০১ কেজি, সাবান- ১টি, মাক্স- ০১ টি করে প্রদান করা হয়।