ঢাকারবিবার , ৬ সেপ্টেম্বর ২০২০
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি মাজহারুল ও সাধারণ সম্পাদক সাইফুল

মোফাচ্ছিলুল মাজেদ
সেপ্টেম্বর ৬, ২০২০ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা২৪.কম ডেস্ক :  দিনাজপুর জেলা আইনজীবী সমিতির বাংলা ১৪২৭ সনের বার্ষিক নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী মোঃ মাজহারুল হক সরকার ও সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনিত প্রার্থী হাজী মোঃ সাইফুল ইসলাম-১ বিজয়ী হয়েছেন। এছাড়া অন্য ১৩টি পদের মধ্যে আওয়ামীলীগের ৬ জন, বিএনপির ৫ জন ও বাম জোটের দুইজন প্রার্থী বিজয়ী হয়েছেন। গত শনিবার (৫ সেপ্টেম্বর) জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গননা শেষে মধ্য রাতে ফলাফল ঘোষণা করা হয়। বিজয়ী প্রার্থীরা হলেন-সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী সিনিয়র আইনজীবী মোঃ মাজহারুল হক সরকার ১৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য জোট মনোনিত প্রার্থী মোঃ একরামুল আমিন পেয়েছেন ১৫৭ ভোট। সহ-সভাপতি পদে দুইজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তারা হলেন-আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোঃ মেহবুব হাসান চৌধুরী লিটন ১৭৩ ভোট পেয়ে পুনঃনির্বাচিত হয়েছেন ও অপর প্রার্থী মোঃ মজিবর রহমান (৫) ১৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনিত প্রার্থী হাজী মোঃ সাইফুল ইসলাম (১) ১৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী বাম জোট সমর্থিত প্রার্থী ইয়ামিন আহমেদ পেয়েছেন ১১৯ ভোট। নির্বাচিত অন্যান্য প্রার্থীরা হলেন-সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অপূর্ব রায় প্রাপ্ত ভোট ১৫৬ ও বিএনপি সমর্থিত প্রার্থী মোঃ শাহিনুর রহমান মানিক প্রাপ্ত ভোট ১২৬। কোষাধ্যক্ষ পদে বিএনপি সমর্থিত প্রার্থী মোঃ সাইফুল ইসলাম-২ প্রাপ্ত ভোট ১৬০, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী খুরশিদা পারভীন জলি প্রাপ্ত ভোট ২২৮, সমাজ কল্যাণ ও ধর্মীয় সম্পাদক পদে মো. বিএনপি সমর্থিত ঐক্য জোটের প্রার্থী মোঃ মাইনুল আলম প্রাপ্ত ভোট ১৯৮, পাঠাগার সম্পাদক পদে বাম জোট সমর্থিত প্রার্থী মোঃ কামরুল হাসান-১ প্রাপ্ত ভোট ১৬৫। নির্বাহী সদস্য পদে নির্বাচিত ৫ প্রার্থী হলেন- বাম জোটের রিচার্ড মুর্ম্মু প্রাপ্ত ভোট ১৯২, আওয়ামী লীগের প্রার্থী মিজানুর রহমান প্রাপ্ত ভোট ১৭৬, আওয়ামী লীগের প্রার্থী শুভ বিশ্বাস প্রাপ্ত ভোট ১৭০, বিএনপি সমর্থিত প্রার্থী দিলারা ইয়াসমিন ইতি প্রাপ্ত ভোট ১৬৫ ও আওয়ামী লীগের প্রার্থী মাসুদা বেগম প্রাপ্ত ভোট ১৫৬। উল্লেখ্য, এবারে দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থীসহ ৪টি প্যানেল থেকে ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৪টি প্যানেলের মধ্যে দুইটি আওয়ামী লীগের, একটি বিএনপির ও একটি বাম জোটের। এ নির্বাচনে ৫১৭ জন ভোটারের মধ্যে ৪৭৮ জন ভোটার ভোট প্রদান করেন। ফলাফল গণনার পর মধ্য রাতে নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন কমিশনের প্রধানের দায়িত্ব পালন করেন মোঃ আনোয়ার কামালকে। আর নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোঃ ইকবাল রায়হান সোহেল ও শ্রী রনজিত কুমার সরকার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।