
দিনাজপুর বার্তা২৪.কম ডেস্ক : মুজিব বর্ষের অঙ্গীকার, উত্তম গ্রাহকসেবায় অগ্রাধিকার। এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুর জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও বিআরটিএ দিনাজপুর সার্কেলের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে বিআরটিএ’র বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

২০ সেপ্টেম্বর রোববার সকাল ১০টায় বিআরটিএ কার্যালয়ে সেবা সপ্তাহের ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আসিফ মাহমুদ। বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মোহাম্মদ মামুনুর রশিদ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মোটরযান পরিদর্শক মোঃ কাফিউল হাসান মৃধা, মোঃ তাজুল ইসলাম, অফিস সহকারী মোঃ আমিনুল ইসলাম, অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এ সময় বিআরটিএ অফিসে সেবা নিতে আসা গ্রাহকরা উপস্থিত ছিলেন। উক্ত কার্যক্রমের মধ্যে রয়েছে বিআরটিএ’র সার্ভিস পোর্টালের মাধ্যমে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স প্রদান ও মোটরসাইকেল রেজিষ্ট্রেশন প্রদান।