
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি : বৃহস্পতিবার(২৪ সেপ্টম্বর) দুপুরে মাননীয় রেলপথ মন্ত্রনালয়ের মন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন এমপির পক্ষে দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি ফলক উন্মোচনের মধ্য দিয়ে প্রায় ১ কোটি ২৭ হাজার টাকা ব্যয়ে নির্মিত ভবনটি উদ্বোধন করেন।
প্রথমে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং পরে ফলক উম্মোচনের মধ্য দিয়ে উদ্বোধন করেন।
উক্ত আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান পরেশ চন্দ্র রায় সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব হাসনাৎ জামান চৌধুরী জর্জ ,উপজেলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সন্তোষ কুমার রায় ও মইনুল ইসলাস শাহীন এলাকার বিশেষ ব্যাক্তি আব্দুল হক প্রমুখ।#