ঢাকাশুক্রবার , ৩০ অক্টোবর ২০২০
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে স্থানীয় পত্রিকাসমূহের সম্পাদকমন্ডলীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোফাচ্ছিলুল মাজেদ
অক্টোবর ৩০, ২০২০ ১২:২০ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা২৪.কম ডেস্ক : জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম বলেছেন, দিনাজপুর শহরের বিভিন্ন অনিয়ম ও জনদুর্ভোগের চিত্র পত্রিকার পাতায় আসা প্রয়োজন। দিনাজপুর থেকে ২৯টি দৈনিক ও সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হলেও শহরের রাস্তাঘাট ভাঙ্গাচোরার খবর কোনো পত্রিকায় ছাপা হয় না। জেলার মানুষের স্বার্থে আপনারা যে কারো সমালোচনা তথা লেখনির দ্বারা বল প্রয়োগ করতে পারেন। এ ক্ষেত্রে আপনারা আমারও সমালোচনা করলে আমার কোনো আপত্তি নেই। বরং আমি খুশি হবো এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। সামগ্রিকভাবে জেলা ও শহরের উন্নয়নে সবার একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি।
২৮ অক্টোবর ২০২০ বুধবার বিকাল সাড়ে ৩টায় দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ডিক্লিয়ারেশনকৃত স্থানীয় পত্রিকাসমূহের সম্পাদকমন্ডলীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। উক্ত মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আসিফ মাহমুদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল ইসলাম, দৈনিক তিস্তার সম্পাদক মিজানুর রহমান লুলু, দৈনিক সৃজনীর সম্পাদক স্বরূপ কুমার বকসী বাচ্চু, দৈনিক পত্রালাপের যুগ্ম সম্পাদক মোঃ আবু তৈয়ব আলী দুলাল, দৈনিক উত্তরবাংলার ভারপ্রাপ্ত সম্পাদক একরাম হোসেন তালুকদার, দৈনিক অন্তরকণ্ঠের সম্পাদক সালাহ উদ্দীন আহম্মেদ, দৈনিক স্বর্ণসকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, দৈনিক দিনবদলের সম্পাদক মোঃ রেজাউল করিম, দৈনিক খবর একদিনের সম্পাদক মোফাসিরুল রাশেদ মিলন, দৈনিক দেশমার সম্পাদক অমর চাঁদ গুপ্ত অপু, দৈনিক জনমতের ভারপ্রাপ্ত সম্পাদক গৌরী শংকর রায়, সাপ্তাহিক উত্তর কণ্ঠের সম্পাদক গোলাম নবী দুলাল, সাপ্তাহিক আওয়ামী কণ্ঠের বার্তা সম্পাদক নুরুল হুদা দুলাল, সাপ্তাহিক কর্মসন্ধান পত্রিকার সম্পাদক আবু তাহের মোঃ কামারুজ্জামান, সাপ্তাহিক বিরল সংবাদের সম্পাদক রমা কান্ত রায়, সাপ্তাহিক দিনাজপুর এক্সপ্রেসের সহ-সম্পাদক মামুনুর রহমান জুয়েল, সাপ্তাহিক পথচলার সহ-সম্পাদক মোঃ খাদেমুল ইসলাম, সাপ্তাহিক ফুলবাড়ী বার্তার সম্পাদক তাজমিলুর রহমান নয়ন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।