বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জে মোছা: পারভিন বেগম (৩০) নামের এক নারী একই সঙ্গে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন। বুধবার (৪ নভেম্বর) বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি সুস্থ্যভাবে সন্তানগুলো প্রসব করেন।সন্তান গুলোর মধ্যে দুইটি ছেলে ও একটি মেয়ে সন্তান।মোছা: পারভিন বেগম বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের বর্ষা গ্রামের মো. শফিকুল ইসলামের স্ত্রী। একইসঙ্গে তিন সন্তানের জন্ম দেওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতির আত্মীয়-স্বজনরা ভীড় করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা: আফরোজ সুলতানা লুনা জানান, ৩ সন্তানের শারীরিক অবস্থা ভালো, তাদের মাও সুস্থ আছেন। সিজার ছাড়াই বাচ্চা গুলো তার হাতেই প্রসব হয়েছে। তিনি আরও জানান প্রসূতি ১ নভেম্বর থেকে ৩ নভেম্বর পর্যন্ত আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানকার ডা: বলেছেন আমাদের এখানে একই সঙ্গে তিন সন্তানের নরমাল ডেলিভারি সম্ভব না। তাই আপনারা যতদ্রুত পারেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে যান। প্রসূতি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি না হয়ে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ডা: আফরোজ সুলতানা (লুনা) তার টিমকে নিয়ে আজ সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত প্রসূতির পাশে থেকে নিজের কর্মদক্ষতায় সুস্থ্যভাবে একই সাথে তিনটি নবজাতকের নরমাল ডেলিভারি সম্পন্ন করেন।