
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :৩০ নভেম্বর সোমবার দুপুরে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ২নং-ইশানিয়া ইউনিয়নের খানপুরে হোপ লেটারস গার্ল হাই স্কুলের ভিত্তি প্রস্থর উদ্বোধন করেছেন গুড নেইবারস্ বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর এম. মাঈন উদ্দিন মাইনুল। ভিত্তি প্রস্থর উদ্বোধন উপলক্ষে স্কুল মাঠে গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির প্রকল্প ম্যানেজার রতন বালার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গুড নেইবারস্ বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর এম. মাঈন উদ্দিন মাইনুল বলেন, এই বিদ্যালয়টি চালু হলে অত্র ইউনিয়নের পিছিয়ে পড়া শিক্ষা বঞ্চিত দরিদ্র মানুষের কন্যা শিশুদের শিক্ষা অর্জনের পথ সুগম হওয়ার পাশাপাশি এই ইউনিয়নে ব্যবসা বানিজ্যের ব্যাপক প্রসার ঘটবে। এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ জুলফিকার হোসেন। বিশেষ অতিথি ছিলেন গুডনেইবারস্ বাংলাদেশ এর প্রোগ্রাম ডিরেক্টর আনন্দ কুমার দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আহসান হাবিব, ১নং-নাফানগর ইউপি চেয়ারম্যান শাহান পারভেজ, ২নং-ইশানিয়া ইউপি চেয়ারম্যান উৎপল রায় বুলু, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন, পীরগঞ্জ সিডিপির প্রকল্প ম্যানেজার মিস্টার রেমন্ড কুইয়া, বীরগঞ্জ সিডিপির প্রকল্প ম্যানেজার বিধান মন্ডল প্রমুখ। এসময় বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মীর মোঃ মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম সহ এলাকার জুধীজন উপস্থিত ছিলেন।