নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :-
স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণ ভাবে শুক্রবার দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে ও গৃহীত কর্মসূচী যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত হয়েছে। দিবসের শুরুতে সুর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ শহীদ মিনার মাঠে ৫০ বার তোপধ্বনী ও শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন, সকালে নবাবগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে পুলিশ, আনসার বাহিনী, ফায়ার সার্ভিস ও স্কাউট দলের অংশ গ্রহনে কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহন, স্বাধীনতা মঞ্চে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আল মামুন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা হিসার রক্ষন কর্মকর্তা মোঃ মুক্তার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মারজান সরকার, উপজেলা শিক্ষা অফিসার রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, থানা অফিসার ইনচার্জ অশোক কুমার চৌহান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ মোশারফ হোসেন, আমির হোসেন, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২, নবাবগঞ্জ সাব-জোনাল অফিসের ডিজিএম বনিয়ার রহমান, সদর বিট কর্মকর্তা খাইরুল আলম, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ দবিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইউনুছ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন পৃথক পৃথক ভাবে দিবসটি পালন করেন। এছাড়াও সন্ধায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।