ঢাকাবৃহস্পতিবার , ২২ এপ্রিল ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

বোদায় মরিচ চাষের বাম্পার ফলনের সম্ভাবনা

দিনাজপুর বার্তা
এপ্রিল ২২, ২০২১ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বোদা (পঞ্চগড়) সংবাদদাতা ॥
পঞ্চগড়ের বোদায় মরিচ চাষের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। উপজেলার বৃস্তিত মাঠ জুরে মরিচ চাষের সবুজের সমারোহ। বৈশাখের হিমেল বাতাস ও প্রখর রোদে মরিচ ক্ষেত গুলো দোল খাচ্ছে। মরিচ চাষে কৃষকদের মনে রঙ্গিন স্বপ্ন। মরিচ চাষ করে অনেক কৃষক তার সংসারের অভাব অনটন দুর করার স্বপ্ন দেখছেন। আবহাওয়া অনুকুলে থাকলে মরিচ চাষের বাম্পার ফলন হবে আশা করেছেন এ উপজেলার মরিচ চাষিরা। উপজেলার কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, মরিচ চাষ একটি লাভ জনক সফল। অন্যান্য মৌসুমী আবাদের চেয়ে মরিচ চাষ করতে কৃষকদের খরচ কম লাগে। অল্প খবচে বেশি লাভ করার আশায় এ উপজেলার কৃষকরা বেশি বেশি মরিচ চাষে আগ্রহী হয়ে উঠেছেন। তাছাড়া মরিচ এর বাজার মুল্য ভাল পাওয়া যায়। এ উপজেলার কৃষকরা প্রতি বছর মরিচ এর ভাল দাম পাওয়ায় মরিচ চাষে আগ্রহী। তাছারা মরিচ ক্ষেত থেকে তুলে শুকিয়ে বাড়িতে সংরক্ষণ করে রাখা যায়। কৃষকরা শুকনো মরিচ বাড়িতে সংরক্ষণ করে যখন খুশি বাজারে বিক্রি করেতে পারেন। এ বিষয়ে কথা হয় মরিচ চাষী উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের ডাঙ্গা পাড়া গ্রামের মরিচ চাষী দেলোয়ার হোসেন এর সাথে। তিনি প্রতি বছর এক একর জমিতে মরিচ চাষ করেন। মরিচ চাষ করে তিনি লাভবান হয়েছেন। চলতি মৌসুমেও তিনি মরিচ চাষ করেছেন। তার মরিচ ক্ষেতে ফল এসেছে আর অল্প কয়েক দিনের মধ্যে তিনি মরিচ উত্তোলন শুরু করবেন। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার আল মামুন অর রশিদ এর সাথে কথা বললে তিনি জানান, চলতি মৌসুমে মরিচ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩৮০০ হেক্টর। কিন্তু লক্ষমাত্রার চেয়ে অনেক বেশি জমিতে মরিচ চাষ করা হয়েছে। কারণ এ উপজেলার মাটি মরিচ চেষের জন্য বেশ উপযোগী। আবহাওয়া পরিবশে অনুকুলে থাকলে মরিচ চাষের ফলন ভাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছারা এ উপজেলার উৎপাদিত মরিচ দেশের বিভিন্ন জেলার মরিচের চাহিদা মিটিয়ে থাকে। মরিচ চাষ একটি অর্থকারী ফলন হিসেবে এ উপজেলার কৃষকরা মরিচ চাষ করে লাভবান হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।