নবাবগঞ্জ সংবাদদাতা ॥ দিনাজপুর র্যাব ১৩’র অভিযানে ৩৮৩ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
দিনাজপুরে র্যাব-১৩’র একটি দল ২২ এপ্রিল বৃহস্পতিবার ভোর রাতে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানাধীন ০৬ নং ভাদুরিয়া ইউনিয়নের ইটাকুর গ্রামস্থ দিঘীপাড়ায় ইটাকুর টু দাউদপুরস্থ সাবেক জাহাঙ্গীর মেম্বারের বাড়ির পার্শ্বে পাকা রাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে ৩৮৩ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ দিনাজপুরের হাকিমপুর থানার নওদাপাড়া বিলের পাড় এলাকার মোঃ কাজেম আলীর পুত্র মোঃ ফারুক আহমেদ (২২) কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।
ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।