স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরে করোনাকালীন সময়ে মাক্স পরিধান না করায় ১২ জনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।
গতকাল বুধবার সকাল ১১ টায় জেলা শহরের মর্ডান মোড়, মালদহ্পট্টি, হাসপাতাল মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শনকালে এই ১২ জন কে আটক করা হয়।
অভিযান কালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আসলাম আহমেদ, সদর সার্কেলের পুলিশ সুপার সুজন সরকার, দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর।
পরিদর্শনকালে পুলিশ কর্মকর্তারা বিভিন্ন দোকানের সার্বিক সুরক্ষা বিষয়ে বিশেষভাবে খেয়াল করেন এবং দোকান মালিকদের নির্দেশনা প্রদান করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।	
                        
                                                
                                                
                        
                        