ঢাকাবৃহস্পতিবার , ২৯ এপ্রিল ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ

দিনাজপুর বার্তা
এপ্রিল ২৯, ২০২১ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরে সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ নাদির হোসেন ও তার গাড়ি চালক অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।
দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর ২টার পর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নাদির হোসেন অফিসের কাজ কর্ম সেরে তাঁর নিজ বাসভবনে যাচ্ছিলেন। পথে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহা সড়কের শহরের জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ দিনাজপুর ডিভিশন কার্যালয় সম্মুখ সড়কে বিপরীতমুখী দ্রুত গতিতে আসা একটি ট্রাক মেডিকেল কলেজের অধ্যক্ষের জীপ গাড়িটির ডান সাইডে স্বজরে আঘাত করে। এতে এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ ও গাড়ির চালক অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও কলেজের ঢাকা মেট্রো-ঘ-১৮-৩৯৪৯ জীপ গাড়িটির পেছনের ডান সাইডে ব্যাপক ক্ষতি হয়।
দূর্ঘটনার পর স্থানীয়রা ট্রাক চালক ও বগুড়া ট-১১-১২২৫ ট্রাকটিকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক চালককে আটক করে কোতয়ালী থানায় নিয়ে যান।
এদিকে ট্রাক চালককে আটকের প্রতিবাদে ট্রাক শ্রমিকরা ঢাকা-গোবিন্দগঞ্জ সড়কের হাউজিং মোড় নামক স্থানে সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।