দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
সনদ সর্বস্ব ও নিরানন্দ শিক্ষা ব্যবস্থা থেকে শিক্ষার্থীদের বেরিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী
দিনাজপুর বার্তা মে ২৫, ২০২১, ৩:৪৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে ৫৩১ বার |

দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বর্তমান সরকার সনদ সর্বস্ব, পরীক্ষা নির্ভর ও নিরানন্দ শিক্ষা ব্যবস্থার পরিবর্তনে কাজ করছে।
তিনি বলেন, শিক্ষার্থীদের পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি পরিবর্তনের বিষয় নিয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে। জিপিএ-৫ পাওয়া, মেধা যাচাইয়ের একমাত্র পদ্ধতি হতে পারে না। তাই মূল্যায়ন পদ্ধতির পরিবর্তন জরুরি।
শিক্ষামন্ত্রী আজ বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটি ও দৈনিক সমকাল আয়োজিত জাতীয় জীববিজ্ঞান উৎসব ২০২১ এর জাতীয় পর্যায়ে বিজয়ীদের মাঝে, পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে, প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ট এবং চতুর্থ শিল্প বিপ্লবের সফল অংশীদার হতে হলে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার কোন বিকল্প নেই। তাই আমাদের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন জরুরি। এ লক্ষ্যে কাজ করছে সরকার।’
‘আমরা অতীতের শিল্পবিপ্লবগুলো থেকে উল্লেখযোগ্য সুবিধা নিতে পারিনি তাই চতুর্থ শিল্প বিপ্লবের সফল অংশীদার হতে চাই। পাশাপাশি আগামী ১০ বছরে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’র সুফল নিতে হবে।’ বলেও উল্লেখ করেন তিনি। (বাসস)

এই পাতার আরো খবর -
২৫শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪৮ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৬:০৫ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১২:১২ অপরাহ্ণ
আছরবিকাল ৪:৩৬ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৬:১৯ অপরাহ্ণ
এশা রাত ৭:৩৫ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়