বোচাগঞ্জ সংবাদদাতা ॥ দিনাজপুরের বোচাগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২৫ মে মঙ্গলবার দুপুরে বোচাগঞ্জ উপজেলার সেতাবঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ব্যবসায়িক প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা ও অননুমোদিত পণ্য বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও এনিমেল ফিড বিক্রয়, লাইসেন্স ব্যতিত ব্যবসা পরিচালনার দায়ে কয়েকটি দোকানে জরিমানা আদায় করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) বিকাশ চন্দ্র বর্মণ ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।জরিমানাকৃত প্রতিষ্ঠান গুলো হচ্ছে বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর এলাকার মেডিসিন হাউজ, শাহা স্টোর ও আল বাঈক ফুড। এরমধ্যে মেডিসিন হাউজে মেয়াদ উত্তীর্ণ মেডিসিন পাওয়ার দায়ে ২ হাজার টাকা, শাহ স্টোরে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও পণ্যের মূল্য তালিকা না থাকায় ৫ হাজার টাকা এবং আল বাঈক ফুটে পণ্যের গায়ে মূল্য ও মেয়াদ উর্ত্তীণের তারিখ না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুস ছালাম, বোচাগঞ্জ থানার পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) বিকাশ চন্দ্র বর্মণ বলেন, ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। “জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।” যাতে কেউ ভেজাল, মেয়াদ উর্ত্তীণ পণ্য বিক্রি বা ক্রেতাদেরকে ঠকাতে না পারে।এছাড়াও করোনা ভাইরাস এর বিস্তার রোধে সাধারণ জনগনকে সচেতন করা হয়।মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, বোচাগঞ্জ; বাংলাদেশ পুলিশ, বোচাগঞ্জ থানা ও আনসার সদস্যবৃন্দ।