ঢাকাশনিবার , ১২ জুন ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জে গরমে বেড়েছে তাল শাঁসের চাহিদা

দিনাজপুর বার্তা
জুন ১২, ২০২১ ২:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

বীরগঞ্জ সংবাদদাতা ॥ প্রচণ্ড অসহনীয় গরমে দিনাজপুরের বীরগঞ্জে কদর বেড়েছে তাল শাসের। এই গরমে শরীরের পানিশূন্যতা ও ক্লান্তি দূর করতে সহায়ক ভূমিকা রাখে কচি তালশাস। সহজলভ্য ও মুখরোচক হওয়ায় এ সময় বিভিন্ন বয়সী মানুষের পছন্দের তালিকায় থাকে তালশাঁস। তালের নরম কচি শাস খেতে সুস্বাদু হওয়ায় বর্তমানে এর চাহিদা বেড়েছে। যদিও দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে আগের মত তালগাছ নেই তার পরও বছরে একবার হলেও এর চাহিদা ব্যাপক হারে বাড়ে। তাল শাঁস বিক্রেতা শরিফুল বলেন, সবার কাছেই এখন প্রিয় তালের শাঁস। আবার মৌসুমি ফল বলে শখের বশেই অনেকে এটি খায়। দামেও বেশ সস্তা। তাই বাজারে কদরও বেশি। বীরগঞ্জ উপজেলা সুজালপুর ইউনিয়নের ভাদুরীয়া এলাকাজুড়ে বেশকিছু তালগাছ আছে। সেখান থেকে কিনে এনে ভ্রাম্যমান ভ্যানে করে বিক্রি করছি এসব তাল শাঁস। উপজেলার নিজপাড়া ইউনিয়নের বানপাড়া গ্রামের তালের র্শাস বিক্রেতা মো: শাহাদত হোসেন জানান,তিনি প্রতি বছরই এসময় তালশাঁস বিক্রি করে সংসার চালান। গ্রামে গ্রামে ঘুরে তিনি তাল ক্রয় করে গাছ থেকে পেড়ে এনে শাস বিক্রি করেন। বৈশাখ মাস থেকে জ্যৈষ্ঠের অর্ধেক পর্যন্ত চলবে তালশাঁস বিক্রি। তিনি আরও বলেন, প্রচণ্ড গরম থাকায় তাল শাঁসের চাহিদা রয়েছে বেশি। তালে শাঁসের পিস বিক্রি হচ্ছে ১০-১৫ টাকায়। প্রতিদিন প্রায় ১০০-৩০০ শাঁস বিক্রি হয়। এতে তার ভালোই লাভ হয়ে থাকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।