
স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরে করোনায় আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ২৬ আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত ৬৩৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে নতুন ১৫ জনসহ এ পর্যন্ত ৫৬৮০ সুস্থ হয়েছেন। আর এ পর্যন্ত ১৪৪ জনের মৃত্যু হয়েছে। তবে ৬৩৬৭ জনের মধ্যে ৫৬৮০ সুস্থ ও ১৪৪ জনের মৃত্যু হওয়ায় বর্তমানে দিনাজপুর জেলায় করোনায় আক্রান্ত রোগির সংখ্যা রয়েছে ৫৪৩ জন। যা এর আগের দিন ৪৮৮ জন।
দিনাজপুর সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ জানান, মঙ্গলবার (১৫ জুন) সকাল ১০টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৮০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৬ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত আক্রান্ত রোগির সংখ্যা পৌঁছেছে ৬৩৬৭ জনে। নতুন আক্রান্ত ২৬ জনের মধ্যে সদর উপজেলাতেই ১৯ জন। এছাড়া বিরলে একজন, বিরামপুরে ৩ জন, চিরিরবন্দরে একজন, ফুলবাড়ীতে একজন ও পার্বতীপুর উপজেলায় একজন। একই সময়ে নতুন আরো ১৫ জনসহ এ পর্যন্ত ৫৬৮০ জন সুস্থ হয়েছেন। আর এ পর্যন্ত জেলায় ১৪৪ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার আক্রান্তের হার ছিল ৩২ দশমিক ৫ শতাংশ। যা আগের দিন ৩৮ দশমিক ০৪ শতাংশ।
সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ জানান, সদর উপজেলার পৌর শহরের উপশহর, নিমনগর, কালিতলা, রামনগর, ঘাসিপাড়া, পুলহাট, পাটুয়াপাড়া, শেখপুরা, ফুলবাড়ী বাসস্ট্যান্ড, চাউলিয়াপট্টি, পাহাড়পুর, মুন্সিপাড়া, টিএন্ডটি রোড, মালদহপট্টি, হাউজিং মোড়, মাসিমপুর, জালালপুর প্রভৃতি এলাকায় সবচেয়ে বেশি কোভিড-১৯ পজিটিভ রোগি (করোনা রোগী) শনাক্ত হয়েছেন।
দিনাজপুরে মোট আক্রান্ত ৬৩৬৭ জনের মধ্যে সদর উপজেলায় সবচেয়ে বেশী ৩৬২৪ জন। এছাড়া বিরলে ৩৫২, বিরামপুরে ৩৭৮ জন, বীরগঞ্জে ১৮৪ জন, বোচাগঞ্জে ১৭১ জন, চিরিরবন্দরে ২৫১ জন, ফুলবাড়ীতে ২১৪ জন, ঘোড়াঘাটে ৯৫ জন, হাকিমপুরে ১৩৫ জন, কাহারোলে ১৭৪ জন, খানসামায় ১২৭ জন, নবাবগঞ্জে ১৬৩ ও পার্বতীপুর উপজেলায় ৪৯৯ জন।
মোট মৃত ১৪৪ জনের মধ্যে সদর উপজেলায় ৭১, বিরলে ৮ জন, বিরামপুরে ১০ জন, বীরগঞ্জে ৬ জন, বোচাগঞ্জে ৫ জন, চিরিরবন্দরে ১২ জন, ফুলবাড়ীতে ৮ জন, হাকিমপুরে একজন, কাহারোলে ৫ জন, খানসামায় ৪ জন, নবাবগঞ্জে ৩ জন ও পার্বতীপুর উপজেলায় ১১ জন। তবে জেলার ১৩টি উপজেলার মধ্যে ঘোড়াঘাট উপজেলায় এখন পর্যন্ত কারো মৃত্যু হয়নি।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় ৩০৮টিসহ এ পর্যন্ত ৪৬০১৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আর গত ২৪ ঘন্টায় মোট ৮০টিসহ (আরটি পিসিআর-১৫৪টি, রেট-৩০টি) এ পর্যন্ত ৪২৬১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘন্টায় ৮৭ জনসহ ৩৫৪৭৯ জন কোয়ারেন্টাইন নেয়া হয়েছে এবং ৮০ জনসহ ৩৪৪৭৪ জন কোয়ারেন্টাইন হতে ছাড় পেয়েছেন। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ৫১৩ জন ও হাসপাতালে ৭০ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে করোনায় আক্রান্ত ৩০ জন আর উপসর্গযুক্ত সন্দেহভাজন ৪০ জন।