ঢাকামঙ্গলবার , ২২ জুন ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জে ট্রাক চাপায় মটর সাইকেল আরোহীর মৃত্যু

দিনাজপুর বার্তা
জুন ২২, ২০২১ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

বীরগঞ্জ সংবাদদাতা ॥ দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক চাপায় নারায়ন চন্দ্র রায় (৪০)নামে এক মটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
নারায়ন চন্দ্র রায় উপজেলার নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষেত্র গ্রামের রাজেন্দ্র রায়ের ছেলে।
২২ জুন মঙ্গলবার বিকেল সাড়ে ৬টায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ পৌর শহরের প্রমথ রায়ের মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা বিষ্ণু রায় জানান, মটর সাইকেল নিয়ে বীরগঞ্জ পৌর শহরের বাড়ী হতে গ্রামের বাড়ীনিজপাড়া ইউনিয়নের দামাইক্ষেত্র যাচ্ছিলেন নারায়ন চন্দ্র রায়। পথে ফিসারী মোড় সংলগ্ন পৌর শহরের প্রমথ রায়ের মিলের সামনে পঞ্চগড় হতে ছেড়ে আসা পন্যবাহী একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট- ২২-৩২৩৩) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস এবং পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে।
পুলিশের সার্জেন্ট বকুল রানী বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় লোকজন ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। ট্রাক এবং মৃতদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।