ঢাকামঙ্গলবার , ২৯ জুন ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুর কুয়েতি জামে মসজিদের দোকান ঘরগুলো লটারির মাধ্যমে বরাদ্দ প্রদানের দাবিতে সংবাদ সম্মেলন

দিনাজপুর বার্তা
জুন ২৯, ২০২১ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুর শহরের উপশহরে কুয়েতি জামে মসজিদের দোকানঘরগুলি লটারির মাধ্যমে বরাদ্দ প্রদানের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৯ জুন মঙ্গলবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় এলাকাবাসীর পক্ষে শরিফুল ইসলাম উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, উপশহরের ধর্মপ্রাণ মুসুল্লিদের নামাজঘর কুয়েতি জামে মসজিদ। এই মসজিদের পরিচালনা কমিটির তত্ত্বাবধানে নির্মিত নতুন ১০টি দোকানঘর ভাড়া প্রদান করা হবে। যা এলাকার মুসুল্লিদের মধ্যে বরাদ্দ দেওয়ার কথা। কিন্তু দোকান ঘরগুলি পরিচালনা কমিটির সহ সভাপতিসহ এক, দুইজন সদস্য কাউকে না জানিয়ে নিজ স্বার্থ চরিতার্থ করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। যা তাদের নির্ধারিত ব্যক্তিদের নামে বরাদ্দ প্রদানের অপচেষ্টা করছেন। মসজিদ কমিটির সদস্যদের এরূপ কার্যকলাপে স্থানীয় মুসুল্লীগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ নিয়ে যে কোন সময় অশান্তি সৃষ্টির আশংকা করছেন স্থানীয় মুসুল্লিরা। এতে স্থানীয় মুসুল্লীদের মতামতের ভিত্তিতে আগ্রহী ব্যক্তিদের নিকট আবেদনের প্রেক্ষিতে লটারীর মাধ্যমে দোকানঘরগুলি বরাদ্দ প্রদানের নিয়ম থাকলেও তা মানছেন না অত্র মসজিদ পরিচালনা কমিটির কিছু ব্যক্তি।
সংবাদ সম্মেলনে মসজিদের দোকান ঘরগুলি স্থানীয় মুসুল্লীদের মতামতের ভিত্তিতে লটারীর মাধ্যমে বরাদ্দ প্রদানের সু ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।