স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও দিনাজপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আহমেদ শফি রুবেলের মাতা সুরাইয়া বেগমের জানাযা নামাজ ২ জুলাই শুক্রবার রাতে সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। জানাযা নামাজে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করে। জানাযা নামাজ শেষে সোনাপীর গোরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়।
সুরাইয়া বেগমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী জিএম কাদের, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, দিনাজপুর জেলা জাতীয় পার্টির সভাপতি বিশিষ্ট শিল্পপতি মোঃ দেলোয়ার হোসেন, বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যান এ্যাড. জুলফিকার হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল প্রমুখ। পৃথক পৃথক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফিরাত কামনাসহ শোকাহত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, ২ জুলাই শুক্রবার বিকাল অনুমানিক ৫টার সময় শহরের সর্দারপাড়া নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৪ পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সুরাইয়া বেগমের স্বামী এ্যাড হবিবর রহমান ইতিপূর্বে ইন্তেকাল করেন। জাপা নেতা আহমেদ শফি রুবেল তাদের দ্বিতীয় পুত্র।