দিনাজপুর \ দিনাজপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় শ্রমিকলীগ এর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। ১২ অক্টোবর মঙ্গলবার সিএসডি রোডস্থ জেলা শ্রমিকলীগের দলীয় কার্যালয় হতে দিনাজপুর জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। র্যালি শেষে দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ তরিকুল ইসলাম, সহ-সভাপতি শামীম আক্তার, মোঃ নুর ইসলাম, সহ সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান, দপ্তর সম্পাদক মোঃ মঞ্জুরুল হাসান সানু, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ মোকারম হোসেন হিটলার, জনতা ব্যাংক লিমিটেড দিনাজপুর শাখার সিবিএ নেতা মোঃ আবু তোহা, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ সামসুন নাহার ডলি, জেলা কমিটির নির্বাহী সদস্য হাবিবুর রহমান চৌধুরী, সদর শাখার সভাপতি মোঃ আইয়াজ নবী জুয়েল, যুব শ্রমিকলীগের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম বকুল প্রমুখ। এছাড়াও জেলা শ্রমিকলীগের অন্তভুক্ত বিভিন্ন ইউনিটের শ্রমিকলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এতে অংশ নেন।