
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পৌর মেয়র মোঃ মাহমুদ আলম লিটন । আজ শনিবার সকাল সাড়ে ১০টায় পৌর এলাকার ঢাকামোড়স্থ শাপলা চত্বর টিকাদান কেন্দ্রে শিশুদের টিকা খাওয়ানোর মধ্যদিয়ে এই ক্যাম্পেইন উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর সচিব মোহাম্মদ আলী মিরু,পৌর নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন,পৌর মহিলা কাউন্সিলর মোছাঃ বাবলী আরা,পৌর স্যানেটারি ইনপেক্টর মোঃ মুরাদ হোসেন,টিকাদান সুপারভাইজার শেখ সোহরাব আলী হিরা,স্যানেটারি ইনেসপেক্টর মোঃ মুরাদ হোসেন,হেল্থ ভিজিটর মোছাঃ লায়লা বেগম প্রমূখ। পৌর মেয়র মাহমুদ আলম লিটন বলেন,পৌর এলাকায় ২৬টি টিকাদান কেন্দ্রে ১৪ই ডিসেম্বর পর্যন্ত ১বছর থেকে ৫বছর বয়সের সাড়ে ৪হাজার শিশুকে লাল এবং ৬মাস থেকে ১১ মাস বয়সের পাচশ শিশুকে নীল রংঙ্গের ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে, উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১৩হাজার শিশুকে এই ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে,এর মধ্যে পৌর এলাকায় ৫ হাজার।