দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

দেবীগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ
মোফাচ্ছিলুল মাজেদ মে ২৪, ২০২২, ১০:১২ অপরাহ্ণ | পড়া হয়েছে ২৪০ বার |

দেবীগঞ্জ(পঞ্চগড়) প্রতিনিধি : ”শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা” এই মন্ত্রে উজ্জীবিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দেবীগঞ্জ উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মে) পাবলিক ক্লাব হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পঞ্চগড় জেলা কমান্ড্যান্ট মোঃ শফিউল আযমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোঃ আব্দুস সামাদ, পিভিএমএস,পরিচালক,আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জ,রংপুর।
উক্ত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোঃ শাফীয়ার রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা,দেবীগঞ্জ।

সমাবেশে শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য ও প্রতিবেদন পাঠ করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নরেশ চন্দ্র রায়।
এসময় সভাপতির বক্তব্যে প্রাকৃতিক দুর্যোগ, নির্বাচন, পূজাসহ বিভিন্ন ক্ষেত্রে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অগ্রণী ভুমিকা পালন করার কথা তুরে ধরে তাদের এই কর্মকান্ড অব্যাহত রেখে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপুর্ণ অবদান রাখার আহবান জানান।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশ স্বাধীন করার পিছনে বিশেষ ভুমিকা রেখেছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়ে আনসার, আনসার ব্যাটালিয়ন, ভিডিপি বাহিনী গঠিত। তিনি বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের ক্লান্তিলগ্নে সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকেন। কোভিড-১৯ মহামারীতে এ বাহিনী সারা বাংলাদেশে অনন্য ভুমিকা রেখেছে। আলোচনা শেষে অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং উপজেলায় কর্মরত আনসার ও ভিডিপি বাহিনীর বিভিন্ন সদস্যদের মাঝে বাই সাইকেল, ছাতা ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

এই পাতার আরো খবর -
১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৩ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৪ পূর্বাহ্ণ
আছরবিকাল ৩:৩৮ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:১৪ অপরাহ্ণ
এশা রাত ৬:৩৫ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়