স্টাফ রিপোর্টার:পাঠক নন্দিত পত্রিকা দৈনিক মানবজমিন’র রজতজয়ন্তী উৎসব দিনাজপুরে বর্ণাঢ্যভাবেউদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল ১৫ ফেব্রুয়ারি’২৩ দিনাজপুর বাহাদুর বাজারস্থ সাপ্তাহিক কর্মসন্ধান কার্যালয়ে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দিনাজপুর শহর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ওয়াহেদুল আলম আর্টিষ্ট, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল হুদা দুলাল, দৈনিক নয়াদিগন্ত’র দিনাজপুর প্রতিনিধি সিনিয়র সাংবাদিক সাদাকাত আলী খান, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহিন হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কন্ঠ’র দিনাজপুর প্রতিনিধি এমদাদুল হক মিলন। মানবজমিন’র দিনাজপুর প্রতিনিধি মোঃ কামারুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, এটিএন বাংলা ও এটিএন নিউজ’র দিনাজপুর প্রতিনিধি হুমায়ুন কবীর, এনটিভি’র স্টাফ রিপোর্টার মোঃ ফারুক হোসেন, দীপ্ত টেলিভিশনের দিনাজপুর প্রতিনিধি সুলতান মাহমুদ, মাছরাঙ্গা টেলিভিশনের দিনাজপুর প্রতিনিধি রেজাউল করিম রঞ্জু, দৈনিক আজকের পত্রিকা’র দিনাজপুর প্রতিনিধি আনিসুল হক জুয়েল,দ্যা নিউনেশন’র দিনাজপুর প্রতিনিধি তোফায়েল আহমেদ জুয়েল, দৈনিক মুক্তখবর’র দিনাজপুর প্রতিনিধি সুবীর চক্রবর্তী ছোটন, দৈনিক ভোরের পাতা’র দিনাজপুর প্রতিনিধি মিজানুর রহমান মিজান, দৈনিক তিস্তা’র স্টাফ রিপোর্টার সৈয়দ ইমরুল কায়েস রূপম, গণমাধ্যমকর্মী হারুন-উর-রশীদ, দৈনিক বাংলাদেশের আলো’র দিনাজপুর প্রতিনিধি মনসুর রহমান, ডেইলি বাংলাদেশ পোষ্ট’র দিনাজপুর প্রতিনিধি মোঃ আব্দুস সালাম, গণমাধ্যমকর্মী রুবেল সরকার প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বলেন, মানবজমিন প্রতিষ্ঠালগ্ন থেকেই পাঠকনন্দিত হয়ে আসছে। পাঠকপ্রিয় এ পত্রিকাটি বিগত ২৫ বছরে বহুদুর এগিয়েছে।বিশেষ করে ট্যাবলয়েট সাইজে প্রকাশিত এ পত্রিকাটি প্রথম থেকেই তার স্বকীয়তা বজায় রেখে চলেছে। ভবিষ্যতেও পত্রিকাটির উত্তরোত্তর সফলতা ও মঙ্গল কামনা করছি।