দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা কার্ডে দিনাজপুরের বাক প্রতিবন্ধী শিল্পীর আঁকা ছবি সর্ববৃহৎ ঈদগাহ মাঠ
মোফাচ্ছিলুল মাজেদ জুন ২৫, ২০২৩, ৮:৩৬ অপরাহ্ণ | পড়া হয়েছে ৫৬০ বার |

দিনাজপুর প্রতিনিধি : কানেও শোনে না, কথাও কয় না। কিন্তু মেধাবী ছাত্রী। বুদ্ধিমত্তা দিয়ে নিজেই একেছেন দিনাজপুরের গোর এ শহীদ বড় ময়দানে অবস্থিত এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ঈদগাহ মিনার ও জামাতের অংশ। ছবিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে পড়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে দেশবাসীকে দেয়া ঈদ শুভেচ্ছা কার্ডে অন্তর্ভুক্ত করে। যা দিনাজপুর বাসীকে গর্বিত করেছে।
শুভেচ্ছা কার্ডটি নিয়ে শনিবার সন্ধায় আঁখির নিজ বাসভবন শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা নতুন পাড়ায় যান জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এবং ঈদগাহ মিনার নির্মাণের মূল পরিকল্পনাকারী জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি আখির হাতে শুভেচ্ছা কার্ডটি তুলে দেন । সেই সাথে আর্থিক সহযোগিতা করেন। এ সময় আঁখির পিতা মোঃ আনারুল ইসলাম ও মাতা শাহানাজ পারভিন উপস্থিত ছিলেন।
ঈদগাহ মিনারের মুল পরিকল্পনাকারী জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, আঁখির এই প্রতিভা দিনাজপুর বাসীকে গর্বিত করেছে। আঁখি প্রমান করেছেন বাক প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদে পরিনত হয়েছে। ভবিষ্যতেও আঁখির মত অনেক প্রতিভা দেশের জন্য সুনাম বয়ে আনবে। দিনাজপুর বাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও শিল্পী আঁখিকে অভিনন্দন জানান তিনি।
পিতা আনারুল ইসলাম জানান, আখির এ সমস্যাটি বহু চিকিৎসককে দেখিয়েছি। কিন্তু কোন লাভ হয়নি। চিকিৎসকরা বলছে আখিকে এভাবেই সারাজীবন থাকতে হবে। তবে আমরা পিতা-মাতা চিকিৎসা চালিয়ে যাচ্ছি। যদি কখনো আল্লাহ রহমত দান করেন। কিন্তু আখি একজন মেধাবী ছাত্রী। সে দিনাজপুর বধির ইনস্টিটিউটের ৮ম শ্রেণীর ছাত্রী। আমি নিজেই একজন বই বিক্রেতা। দিন আনি দিন খাই।
আঁখির পিতা-মাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমার বাক প্রতিবন্ধী কন্যার মেধাকে শুভেচ্ছা কার্ডের মাধ্যমে সারাদেশে ছড়িয়ে দেয়ায় আমরা ঋণি হয়ে থাকলাম।
উল্লেখ্য, উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ দিনাজপুর গোর এ শহিদ বড় ময়দান। এর আয়তন প্রায় ২২ একর। ঈদগাহ মিনারের মূল অংশ তৈরিতে খরচ হয়েছে ৩ কোটি ৮০ লাখ টাকা। ৫২টি গম্বুজ ২০ ফুট উচ্চতায় স্থাপন করা হয়েছে। গেট দুটির উচ্চতা ৩০ ফুট। মেহরাবের উচ্চতা ৫৫ ফুট। ৫২ গম্বুজ বিশিষ্ট এই ঈদগাহে রয়েছে দু’টি মিনার, প্রতিটির উচ্চতা ৬০ ফুট। মাঝের গেট দু’টি ৪৭ ফুট করে চওড়া। এতে খিলান আছে ৩২টি। এই ঈদগাহ মাঠে একসাথে প্রায় ৬ লাখ মুসল্লি ঈদ জামাতে অংশ নিতে পারবেন।

 

এই পাতার আরো খবর -
২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪২ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৮ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৫ পূর্বাহ্ণ
আছরবিকাল ৪:১২ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:৫২ অপরাহ্ণ
এশা রাত ৭:০৮ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO