ঢাকাসোমবার , ৩ জুলাই ২০২৩
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী ফেন্সি আনারুলকে গ্রেফতার করেছে র্যা ব-১৩

মোফাচ্ছিলুল মাজেদ
জুলাই ৩, ২০২৩ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর প্রতিনিধি  : দিনাজপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী ফেন্সি আনারুলকে বিপুল পরিমাণ ফেন্সিডিল, ফেন্সিগ্রিল এবং বিদেশীমদ সহ গ্রেফতার করেছে র‍্যাব-১৩ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভ‚মিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি চৌকশ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০২ জুলাই ২০২৩ খ্রিঃ দিবাগত রাতে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ৬নং আউলিয়াপুর ইউনিয়নের অর্ন্তগত স্কুলপাড়া ঘুঘুডাঙ্গা সাকিনস্থ জনৈক মোঃ মাহাবুর রহমান (৩৫) পিতা- মৃত সাকের মোহাম্মদ এর ইটের তৈরী টিনের ছাউনির অব্যবহৃত বসত বাড়ি হতে ৫৫২ বোতল ফেন্সিগ্রিল, ২৫ বোতল ফেন্সিডিল সর্বমোট= ৫৭৭ বোতল এবং ০৩ বোতল বিদেশী মদ সহ দিনাজপুর জেলার কোতয়ালি থানাধীন স্কুলপাড়া ঘুঘুডাঙ্গা গ্রামের মোঃ মোফাজ্জল হোসেনের ছেলে শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ আনারুল ইসলাম(২২)কে গ্রেফতার করতে সক্ষম হয়। আটককৃত শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ আনারুল ইসলাম দিনাজপুরের মাদক সিন্ডিকেটের মধ্যে অন্যতম। সে দীর্ঘদিন যাবৎ ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে বিভিন্ন কৌশল ব্যবহার করে মাদক সিন্ডিকেটের মাধ্যমে আমদানী নিষিদ্ধ সর্বনাশা মাদক ফেন্সিডিল, ফেন্সিগ্রিল সহ বিদেশী মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছে। ধৃত আসামী পরিত্যক্ত বা অব্যবহৃত বাসাবাড়িকে কেন্দ্র করে স্থানীয় লোকজনের চোখের আড়ালে অবৈধ মাদকদ্রব্য সমূহ মজুদ করে ব্যবসা করে আসছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত শীর্ষ মাদক ব্যবসায়ী ফেন্সি আনারুল পার্শ্ববর্তী দেশের সীমান্ত এলাকা হতে সিন্ডিকেটের মাধ্যমে ফেন্সিডিল, ফেন্সিগ্রিল সহ বিদেশী মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানের মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছে মর্মে স্বীকার করে। ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।