
হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাট থানায় আমদানি নিষিদ্ধ ভারতীয়ূ ৭শ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ ২ জনকে আটক ও একটি পাথর বোঝাই ট্রাক জব্ধ করেছে পুলিশ।
গোপন সংবাদেও ভিত্তিতে আজ সোমবার সকালের দিকে ঘোড়াঘাট থানার রানীগঞ্জ পেট্রোল পাম্পের সামনে চেকপোষ্ট বসিয়ে পাথর বোঝাই (ঢাকা মেট্রো -ট- ২০-৪৮৩৫) ট্রাকটি গতিরোধ করে। পরে তল্লাসি করে ওই ট্রাক থেকে ৩টি বস্তায় ৭শ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
ঘটনাস্থল থেকে গাড়ীর চালক সাইদুর রহমান সে বগুড়া সদরের দশঠিকা দক্ষিপাড়ার মৃত্যু মাহফুজার রহমানের ছেলে ও হেলপার পাইলট ইসলাম একই জেলার গাবতলী থানার বাইগুনি কালুডাঙ্গা পাড়ার আব্দুল মজিদেও ছেলেকে আটক করেন।
হিলি সার্কেল অফিসার এ,এস, পি আখিউল আলম জানান, তারা দীর্ঘ দিন থেকে ট্রাকে করে মাদকদ্রব্য পাচার করে আসছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।	
                        
                                                
                                                
                        
                        