ঘোড়াঘাট সংবাদদাতাঃ দিনাজপুরের ঘোড়াঘাটে স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব না মানা ও মাস্ক বিহীন অহেতুক বাহিরে ঘোড়াফেরা, জনসমাগম করায় জনসাধারণ ও ১৫ প্রতিষ্ঠান থেকে ১১ হাজার ৫ ‘শ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৫ এপ্রিল ) মাস্ক ব্যবহার নিশ্চিত করতে উপজেলা প্রশাসন রানীগঞ্জ বাজার, ডুগডুগি হাট, ওসমানপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১ হাজার ৫ “শ’ টাকা জরিমানা আদায় করা হয়।
এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম। এ সময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন । ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম বলেন, কোভিড-১৯ করোনাভাইরাস সংক্রমন এড়াতে আমাদের প্রত্যেকের মাস্ক পরা উচিত। জনগনের মধ্যে মাস্ক না পরার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী কোভিড-১৯ করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে।