ঘোড়াঘাট সংবাদদাতা ॥ দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতিবন্ধী ভাতার চেক আটক রেখে ৫ হাজার টাকা দাবীর অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগীর মাতা বাদি হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল ২০২১ উপজেলার ৪ নং ঘোড়াঘাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পাটশাও গ্রামের শাপলা বেগমের প্রতিবন্ধী শিশু কন্যা বৈশাখী খাতুন উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে ১১ হাজার ২৫০ টাকার প্রতিবন্ধী ভাতার চেক পায়। ওই টাকার মধ্যে ৫ হাজার টাকা দিতে হবে মর্মে একই ওয়ার্ডের ইউপি সদস্য হারুন মিয়া চেকটি কেড়ে নেয়। এ ব্যাপারে ভুক্তভোগী প্রতিবন্ধী শিশুর মাতা ইউপি সদস্য হারুন মিয়ার নিকট অনেক চেষ্টা করেও চেকটি ফেরত না পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দাখিল করেন। এ ব্যাপারে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলমের সাথে কথা হলে তিনি জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।