ঢাকারবিবার , ১৮ এপ্রিল ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

ঘোড়াঘাটে প্রতিবন্ধী ভাতার চেক আটক রেখে টাকা দাবীর অভিযোগ

দিনাজপুর বার্তা
এপ্রিল ১৮, ২০২১ ২:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঘোড়াঘাট সংবাদদাতা ॥ দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতিবন্ধী ভাতার চেক আটক রেখে ৫ হাজার টাকা দাবীর অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগীর মাতা বাদি হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল ২০২১ উপজেলার ৪ নং ঘোড়াঘাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পাটশাও গ্রামের শাপলা বেগমের প্রতিবন্ধী শিশু কন্যা বৈশাখী খাতুন উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে ১১ হাজার ২৫০ টাকার প্রতিবন্ধী ভাতার চেক পায়। ওই টাকার মধ্যে ৫ হাজার টাকা দিতে হবে মর্মে একই ওয়ার্ডের ইউপি সদস্য হারুন মিয়া চেকটি কেড়ে নেয়। এ ব্যাপারে ভুক্তভোগী প্রতিবন্ধী শিশুর মাতা ইউপি সদস্য হারুন মিয়ার নিকট অনেক চেষ্টা করেও চেকটি ফেরত না পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দাখিল করেন। এ ব্যাপারে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলমের সাথে কথা হলে তিনি জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।