হিলি (দিনাজপুর) প্রতিনিধি://
হিলিতে দ’ুটি মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সদরুল ইসলাম ও ফিরোজ হোসেন নামের দুই মটর সাইকেল চালক মারা গেছে ও তাদের সঙ্গীয় দুজন আরহী আহত হয়েছে।
আজ বিকেল সাড়ে ৫ টার দিকে হিলি-দিনাজপুর সড়কের ষ্টেশন ডাঙ্গাপাড়া নামক স্থানে দুটি মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে।
ঘটনাস্থলে সদরুল ইসলাম ও ফিরোজ হোসেনের অবস্থা আশংখা জনক হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর নিয়ে যাওয়ার পথে তারা দু’জনই মারা যায়।
পুলিশ জানায়, মৃত সদরুল ইসলাম সে হিলি-হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারি এবং মৃত ফিরোজ হোসেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের ফজলে হোসেনের ছেলে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।