ঢাকাবৃহস্পতিবার , ২৯ এপ্রিল ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

হাকিমপুরে ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা

দিনাজপুর বার্তা
এপ্রিল ২৯, ২০২১ ৩:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

হাকিমপুর সংবাদদাতা ॥ দিনাজপুরের হাকিমপুর উপজেলার পল্লীতে রাতে বেলা ঘুমন্ত অবস্থায় থাকায় ইলিয়াস মন্ডল (৩৭) নামের এক যুবকের শরীরে এসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে তার শরীরের বেশ কিছু অংশে পুড়ে গেছে।
এদিকে ঘটনাস্থল পরির্দশন করেছেন হাকিমপুর থানা পুলিশ। গত মঙ্গলবার মধ্যরাতে হাকিমপুর উপজেলার ছাতনী রাউতারা গ্রামে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের আশরাফ মন্ডলের ছেলে। হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
আহত ইলিয়াসের মন্ডলের স্ত্রী ও পরিবারের লোকজন জানান, তারাবারি নামাজ শেষে নিজের শয়ন কক্ষের জানালা খুলে রেখে ঘুমাচ্ছিলেন তারা। মধ্যরাতে জানালা দিয়ে দুর্বৃত্তরা তরল জাতীয় পর্দাথ নিক্ষেপ করে পালিয়ে যায়। এসময় সে চিৎকার দেওয়া শুরু করেন। প্রাথমিক ভাবে শরীরে পানি ঢেলে হাকিমপুর স্বাস্থ্য কম্েপ্লক্সে ভর্তি করা হয়। হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ ফেরদৌস ওয়াহিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহত ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।