কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি ঃ আজ মঙ্গলবার ১০ এপ্রিল সকাল ১০ টায় ইউরোপিয় ইউনিয়ন ও নেটস্ বাংলাদেশ’র সহযোগীতায় এবং পল্লীশ্রী কর্তৃক বাস্তবায়নকৃত ’সিভিল সোসাইটি অর্গানাইজেশনস স্ট্রেংদেন ডেমোক্রাটিক গভার্ণেন্স’ সিএসওএসডিজি প্রকল্পের আয়োজনে এবং উপজেলা জনস্বাস্থ্য ও প্রকৌশল কার্যালয়ের সেবায় প্রবেশগম্যতা বৃদ্ধি শীর্ষক অর্ধদিনব্যাপী এক মতবিনিময় সভা কাহারোল জনস্বাস্থ্য ও প্রকৌশল কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা জনস্বাস্থ্য ও প্রকৌশল কার্যালয়ের সেবায় সকলের প্রবেশগম্যতা বৃদ্ধির লক্ষ্যে পল্লীশ্রীর সিএসওএসডিজি প্রকল্প এই মতবিনিময় সভার আয়োজন করেছে। উক্ত অনুষ্ঠানে দৈনিক খবর একদিন উপজেলা প্রতিনিধি, কাহারোল উপজেলা রিপোর্টাস ইউনিটের সভাপতি ও কাহারোল উপজেলা সিএসও দলের সভাপতি মো: রশিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য ও প্রকৌশল দপ্তরের উপ সহকারী প্রকৌশলী মো: মঞ্জুরুল ইসলাম, মেকানিক আজগর আলী, তমিজ উদ্দিন, গোলাম রব্বানী, উপজেলা সিএসও দলের সম্পাদক বিচিত্রা, সদস্য আব্দুল্লাহ, প্রধান শিক্ষক ও সিএসও’র সদস্য মাধব মহন্ত, সদস্য ফেন্সী বেগম, জয়া রানী, রবিউল ইসলাম রবি, ফিল্ড কো-অর্ডিনেটর কামরুজ্জামান, ফিল্ড ফ্যাসিলিটেটর আখেরা খাতুন, অনান্য কর্মকর্তা ও অনান্য সিএসও প্রতিনিধিগন অংশগ্রহন করেন। মতবিনিময় সভা পরিচালনা করেন পল্লীশ্রীর সিএসওএসডিজি প্রকল্পের এ্যাডভোকেসি এন্ড ইনফরমেশন অফিসার শেখ আব্দুল করিম।