ষ্টাফ রিপোটার : রক্তের অভাবে ঝরবে না আর কোন প্রাণ আমরা হাজার হাজার তরুণ তরণী করব রক্ত দান। এই স্লোগান তুলে ধরে শেষ হলো এক দিনের বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির ক্যাম্পিং।
২৬ শে জুন দিনাজপুর সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়নের রামডুবি হাট দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় ও কলেজে সকাল ১০ টায় কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষাবিদ বাবু মন্মথ নাথ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফরমান আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৭১-এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের ইউনিয়ন সিনিয়র সভাপতি তাজির উদ্দিন কমান্ডার, সাংবাদিক দয়ারাম রায়, সিলেট বিভাগীয় বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির সমন্বয়ক তারেকুল ইসলাম, সহ-সমন্বয়ক এম. মোস্তাক হৃদয়। রংপুর বিভাগীয় সমন্বয়ক ফারজানা দোয়েল, দিনাজপুর জেলা সহ-সমন্বয়ক মোঃ গোলাপ, জেলা বিষয়ক সমন্বয়ক তানজিন তিশা, জেলা অর্থ বিষয়ক সমন্বয়ক মোঃ হাসানুল কবির লাবুসহ জেলা প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজকর্মী মোঃ কারিমুল ইসলাম। সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত তিন শতাধিক ছাত্র-ছাত্রীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।