“বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি” এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে “বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি, দিনাজপুর জেলা শাখা” এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন ও রক্তদানে উদ্ভুদ্ধ করণ ২৮শে সেপ্টেম্বর (বুধবার) দিনাজপুর জেলার বিরল থানার প্রত্যন্ত গ্রাম অঞ্চলের জগতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং আলহাজ্ব কছিম উদ্দীন আহাম্মেদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। এদিন মোট ৪০০ জনের অধিক শিক্ষার্থীকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়।
জগতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ১০ টায় ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন প্রধান শিক্ষক মিজানুর রহমান। এ সময় তিনি বলেন, “আমি কিভাবে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটিকে ধন্যবাদ জানাবো তা বুঝে উঠতে পারছি না। তবে সকল স্বেচ্ছাসেবীদের অশেষ ধন্যবাদ জানাই যারা আজ সারাদিন অক্লান্ত সময় দিয়ে আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে জানিয়ে দিবে। অশেষ ধন্যবাদ বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটিকেও।”
এরপর দুপুর ২ঃ৩০ মিনিটে পার্শ্ববর্তী আলহাজ্ব কছিম উদ্দীন আহাম্মেদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির ২য় পর্যায়ের ক্যাম্পেইন কার্যক্রম শুরু হয়। আলহাজ্ব কছিম উদ্দীন আহাম্মেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা খাতুন সকল স্বেচ্ছাসেবীদেরকে এই ক্যাম্পেইন করার জন্যে সাধুবাদ জানান।
উল্লেখ্য, উক্তদিন মোট ৪০০ জন শিক্ষার্থীকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়েছে। সারাদেশব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের অংশ হিসেবে দিনাজপুরে সংগঠনটির ২৯ তম ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।