ঢাকারবিবার , ১৬ মে ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

দিল্লিতে লকডাউন বাড়ল আরও এক সপ্তাহ

দিনাজপুর বার্তা
মে ১৬, ২০২১ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ করোনা সংক্রমণ রোধে ভারতের রাজধানী দিল্লিতে লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। রোববার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল লকডাউনের মেয়াদ বাড়ানোর এই ঘোষণা দেন। এনডিটিভি জানায়, গত ১৯ এপ্রিল দিল্লিতে লকডাউন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রেকর্ড পরিমাণ সংক্রমণে দিল্লির হাসপাতালগুলোতে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হওয়ায় এ পদক্ষেপ নেয় প্রশাসন। তবে লকডাউনে সরকারি অফিস, জরুরি সেবা, হাসপাতাল, ফার্মেসি, নিত্যপণ্যের দোকান প্রভৃতি খোলা থাকবে বলে জানানো হয় সেসময়। এরপর গত ১ মে দ্বিতীয় দফায় আরও সাতদিনের জন্য লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন মুখ্যমন্ত্রী। ৯ মে আরেক দফা লকডাউন বাড়ানোর ঘোষণা দেন তিনি, যার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামীকাল সোমবার। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগের দিন আবার বাড়ানোর ঘোষণা দিলেন তিনি। এই ঘোষণায় মুখ্যমন্ত্রী বলেন, ‘লকডাউনে আমরা দেখতে পাচ্ছি সংক্রমণের হার কমছে। গত কয়েকদিনের এই অর্জন আমরা আবার হারাতে চাই না। আমরা চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ১৭ মে নয়, লকডাউন শেষ হবে ২৪ মে ভোর ৫টায়।’ এর আগে শুক্রবার কেজরিওয়াল বলেন, ‘করোনা সংক্রমণের হার কমেছে, রাজ্যে এখন লকডাউন মানার ধৈর্য হয়তো থাকবে না, এরপর আমাদের লকডাউন বাড়াতে হবে।’ এদিকে ভারতে গত কয়েকদিন ধরে কমেছে করোনা শনাক্তের সংখ্যা। তবে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ১১ হাজার ১৭০ জন। এতে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৪৬ লাখ ৮৪ হাজার ৭৭ জনে। দেশটিতে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৭৭ জনের। এ পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৭০ হাজার ২৮৪ জনে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।