ঢাকাবৃহস্পতিবার , ২৪ জুন ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

দুই ধরনের টিকা নিলেন এঙ্গেলা মেরকেল

দিনাজপুর বার্তা
জুন ২৪, ২০২১ ২:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজের পর দ্বিতীয় ডোজে মডার্নার টিকা নিয়েছেন জার্মানির চ্যান্সেলর এঙ্গেলা মেরকেল। জার্মান সরকারের এক মুখপাত্র এক বিবৃতিতে একথা জানিয়েছেন। গেল এপ্রিলে অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নেন ৬৬ বছর বয়সি মেরকেল। দুই ধরনের টিকার প্রভাব নিয়ে এখন পর্যন্ত খুব বেশি গবেষণা নেই। তবে যুক্তরাজ্যের এক গবেষণায় অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে ফাইজারের টিকা নেয়ার পর হালকা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। অন্যদিকে, বিশেষজ্ঞরা মনে করেন দুই ধরনের টিকা নিলে করোনার প্রতিরোধক্ষমতা দীর্ঘস্থায়ী হতে পারে। ডোজের স্বল্পতার কারণে দুই ধরনের টিকা নেয়ার বিষয়টি অনেক দেশই বিবেচনা করছে। এর আগে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার আশঙ্কায় মার্চে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেয়া স্থগিত করে ইউরোপের কয়েকটি দেশ। আর ৬০ বছরের কম বয়সিদের জন্য প্রাথমিকভাবে স্থগিত করলেও পরে সব প্রাপ্তবয়স্ক নাগরিককে অ্যাস্ট্রাজেনেকার টিকা দিতে অনুমোদন দেয় জার্মানি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।