কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের কাহারোলে ১৫ মার্চ/১৮ইং বৃহস্পতিবার দুপুরে উপজেলা হল রুমে কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুরের নবাগত জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাহারোল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী। বক্তব্য রাখেন, কাহারোল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রুহুল আমিন, কাহারোল উপজেলা আ’লীগের সভাপতি এ,কে,এম ফারুক ও সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোঃ আরোজ উল্লাহ, পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপেশ চন্দ্র রায়, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুস সালাম, কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ আইয়ুব আলী ও রামচন্দ্রপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহনেওয়াজ বাবু প্রমুখ।